গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির প্রাথমিক অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত নয়, পরিবারের অনুরোধেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, তার মাথায় বুলেটের আঘাত রয়েছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে গিয়ে হয়েছে। আমরা প্রাথমিক সার্জারি সম্পন্ন করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, পরিবার প্রথমে সিএমএইচে নেওয়ার কথা বলেছিল। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা জানায়। আমরা এভারকেয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা প্রস্তুত রয়েছে।
শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম কানের নিচে বিদ্ধ হয়।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন