ফয়েজের স্মৃতি নিয়ে এখনো কাঁদছেন মা-বাবা
জুলাই ১৮, ২০২৫, ১১:৩৩ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের দিন ফয়েজ আহমদের (৩১) সঙ্গে মুঠোফোনে কথা হয় তার ‘মা’ সবুরা বেগমের। ছেলে ফয়েজ বলেছিলেন, মা আওয়াজ শুনেননি, হ শুনি, কিসের আওয়াজরে বাবা? মা হেলিকপ্টার থেকে গুলি করে, এ কথা বলার সাথে সাথে আমি কল কেটে দিয়ে চিৎকার করে কান্না শুরু করি।
তখন গুলি খাইছে নাকি কখন...