কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধরা হলেন রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধদের প্রথমে নাঙ্গলকোর্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দায়িত্বরত চিকিৎসক শিমা মজুমদার জানান, দুপুর ১টার পর তিন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাদের অবস্থা বিবেচনায় কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম বলেন, ‘শেখ ফরিদের লোকজন হঠাৎ করে এসে আমাদের ওপর গুলি চালায়। এতে আমিসহ আরও কয়েকজন আহত হই।’
ঘটনার পর অভিযুক্ত শেখ ফরিদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন