আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও ওমান পরস্পরের মুখোমুখি হবে। এরপর ১৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে তাদের প্রতিপক্ষ হংকং। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মাঠে গড়াবে। এশিয়ার দলগুলো নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে নতুন এই টুর্নামেন্ট। গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের অফিসিয়াল সূচি ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট আট দল। দলগুলো হলোÑ বাংলাদেশ এ, ভারত এ, পাকিস্তান এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ, আরব আমিরাত, ওমান ও হংকং চায়না। বাংলাদেশ টুর্নামেন্টে অংশ নেবে ‘এ’ গ্রুপ থেকে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং চায়না। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এরপর বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে যথাক্রমে ১৭ ও ১৯ নভেম্বর, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টুর্নামেন্টের বহুল আলোচিত ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে ১৬ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সব ম্যাচই কাতারে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের শেষে দুটি সেমিফাইনাল ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার্সআপ (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়) এবং দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ফাইনাল হবে ২৩ নভেম্বর, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে।
গ্রুপ ‘এ’: বাংলাদেশ এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ ও হংকং চায়না।
গ্রুপ ‘বি’: পাকিস্তান এ, ভারত এ, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন