রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক বিরোধের জেরে আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম নওপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি পুঠিয়া বালিকা বিদ্যালয়ে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিভিন্ন বিষয়ে আরিফুলের স্ত্রী শিলা আক্তারের (২৮) সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে অভিমানে তিনি বাড়ির ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরিবারের আবেদন ও প্রাথমিক তদন্তে আত্মহত্যা প্রতীয়মান হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতের ভাই গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।’ তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন