যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনা ঘাঁটিতে বন্দুকধারীর হামলায় পাঁচ মার্কিন সেনা গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে ‘দ্বিতীয় আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম’ এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে সকাল ১১টা ৪ মিনিটে পুরো ঘাঁটি লকডাউন করা হয়।
সেনা কর্মকর্তারা জানিয়েছেন, ‘গুলিবিদ্ধ সৈন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ঘটনাস্থলেই এবং এরপর তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।’
ঘাঁটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘সক্রিয় বন্দুকধারীর’ হামলার পর ঘাঁটিটি সতর্কতামূলকভাবে বন্ধ রাখা হয়। তবে সেনাবাহিনী আশ্বস্ত করে জানিয়েছে, ‘বর্তমানে সামগ্রিক সম্প্রদায়ের জন্য কোনো সক্রিয় হুমকি নেই।’
ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে ঘাঁটির ভেতরে থাকা সেনাসদস্যদের জানানো হয়, তারা যেন যেখানে আছে সেখানেই অবস্থান করে এবং ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখে।
ঘাঁটির আশপাশের এলাকায় সেনা সদস্যদের পরিবার ও স্কুল থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু এলাকা লকডাউন করা হয়, এবং স্থানীয় প্রশাসন দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প টুইটার-এর এক পোস্টে বলেন, ‘আমরা এই মর্মান্তিক ঘটনার শিকারদের, তাদের পরিবার এবং যারা সাহসিকতার সঙ্গে সাড়া দিয়েছেন, তাদের সবাইকে আমাদের হৃদয়ে ও প্রার্থনায় রাখছি। আমরা অনুরোধ করছি, সব জর্জিয়ানরাও যেন প্রার্থনায় অংশ নেন।’
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।’
যুক্তরাষ্ট্রের অন্যতম নিরাপত্তা-বেষ্টিত ঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে কীভাবে এই ধরনের হামলা সম্ভব হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। মিসিসিপি নদীর তীরবর্তী এই ঘাঁটি আমেরিকার চতুর্থ বৃহত্তম সেনা ঘাঁটি এবং তৃতীয় পদাতিক ডিভিশনের প্রধান কেন্দ্র।
উল্লেখ, ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহর থেকে প্রায় ২২৫ মাইল (৩৬২ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে এবং সাভানা শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
আপনার মতামত লিখুন :