রাজধানীর ডেমরা থানার গোড়ান এলাকায় দূর্বৃত্তের গুলিতে মনির (৪৬) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তিনি পেশায় একজন সিকিউরিটি গার্ড।
রবিবার (১০ আগস্ট) রাত সোয়া নয়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে ১০২ নং ওয়ার্ডে ভর্তি দেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, ডেমরা থানার উত্তর গোড়ান এলাকায় একটি বাসায় তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন। গোসল শেষে ফেরার পথে হঠাৎ তার কোমরে একটি গুলি এসে লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়টি জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন চার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ‘ডেমরার গোড়ান এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ১০২ নাম্বার ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। আমরা ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারি বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আকরামুল হাসান। তিনি জানান, ডেমরা এলাকায় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে তিনটি মোটরসাইকেলে মুখোশধারীরা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে। এতে লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ব্যবসায়ীর গায়ে গুলি না লেগে এক নিরাপত্তাকর্মীর গুলি লেগেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। আমরা ইতোমধ্যেই দুর্বৃত্তদের শনাক্ত এবং গ্রেপ্তারের অভিযান শুরু করেছি।
আপনার মতামত লিখুন :