রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে জামাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টার সংলগ্ন চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জামাল হোসেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের স্টাফ এবং হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে বসবাস করেন। তিনি মৃত মুন্নাফ আলীর ছেলে।
আহতের ভাই সজল হোসেন জানান, রাত সাড়ে আটটার দিকে জামাল তার বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মুখোশধারী দুইজন এসে তার চোখের ডান পাশে গুলি করে পালিয়ে যায়। এরপর আমরা দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই।
তিনি আরও বলেন, রাত সাড়ে নয়টার দিকে আমরা তাকে ঢামেকের জরুরি বিভাগে নিই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসেক (ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার) ইউনিটে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে মহাখালী থেকে হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি আমরা বনানী থানা পুলিশকে জানিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত হামলার কারণ বা সন্দেহভাজনদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন