জামালপুরের মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ ৫ শিশুর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি গ্রামে ঝিনাই নদী থেকে এই শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছে ডুবে যাওয়া ২ শিশু।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা তাদের খুঁজতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
মৃত শিশুরা হলো, পলি আক্তার (১২) ও আবু হোসেন (০৮)—এরা সম্পর্কে ভাই-বোন। এদের বাবার নাম দুদু মিয়া। বাড়ি চর ভাটিয়ানি মধ্যপাড়া। অপর নিহতের নাম সায়েবা আক্তার (০৮), পিতা নূর ইসলাম। বাড়ি সরিষাবাড়ী উপজেলার বাউশী গ্রামে। নিখোঁজ অপর দুই শিশুর মধ্যে একজনের নাম কুলসুম (১০), পিতা আজাদ মিয়া। তার বাড়িও চর ভাটিয়ানি মধ্যপাড়া। অপর শিশুর নাম-পরিচয় জানা যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকেলে ৬ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে যায়। তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৫ শিশু নদীতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।’ ওসি জানান, নিখোঁজ ২ শিশু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন