শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১০:০৩ পিএম

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১০:০৩ পিএম

রিয়াদ হাওলাদার।

রিয়াদ হাওলাদার।

পিরোজপুরের মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় পহলান (১৭) হত্যা মামলার অন্যতম আসামি রিয়াদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮-এর সদস্যরা বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

রিয়াদ হাওলাদার একই উপজেলার হারজি নলবুনিয়া গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হৃদয় পহলান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি প্রতিদিনের মতো গত ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি সর্বশেষ মোবাইলে তার বাবার সঙ্গে কথা বলে জানান যে তিনি মঠবাড়িয়া স্ট্যান্ডে আছেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সেদিন রাতে আর তিনি বাড়ি ফেরেননি।

পরদিন অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হৃদয়ের পিতা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২২ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিছু সময় পর এলাকাবাসীর কাছ থেকে খবর পান—মঠবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা-আলগী পাতাকাটা সড়কের পাশে খালের ধারে বিছানার চাদরে মোড়ানো ও প্লাস্টিকের বস্তাবন্দি একটি মরদেহ পাওয়া গেছে।

ভিকটিমের পিতা সেখানে গিয়ে মরদেটি তার ছেলে হৃদয় পহলানের বলে শনাক্ত করেন।

সুরতহাল রিপোর্টে দেখা যায়, হৃদয়ের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর নিহতের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি র‌্যাবের নজরে আসার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং ছায়া তদন্ত শুরু করা হয়। তদন্তে হত্যাকাণ্ডে একই উপজেলার হারজি নলবুনিয়া গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে রিয়াদ হাওলাদারের সম্পৃক্ততা পাওয়া যায়।

পরবর্তীতে র‌্যাব সদস্যরা সদর উপজেলার উত্তর মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রিয়াদ হাওলাদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!