মায়ের স্বপ্নে বারবার ফিরে আসেন জুলাই শহিদ জাফর
জুলাই ৫, ২০২৫, ০৫:৩৯ এএম
দরজার পাশেই বসে আছেন বৃদ্ধ সেতারা বেগম। চোখে জল, কণ্ঠে আকুতি ‘আমার জাফর আসবে না?’ প্রায়ই স্বপ্নে দেখা যায় তাকে। যেন সে বাসা থেকে বেরিয়ে আবার ফিরে আসছে, মাকে ডেকে বলছে, ‘মা, আমি এসেছি।’ কিন্তু ঘুম ভাঙলেই বাস্তবের কঠিন দেয়ালে মাথা ঠেকে যায় তার।
২০২৪ সালের ১৮ জুলাইয়ের সন্ধ্যা। রাজধানীর গোলাপবাগে...