পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান শহীদ আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। তারা সঠিক পথে আছে বলেই বিএনপি জামায়াতকে নিয়ে এত ভয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মাসুদ সাঈদী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার তসবিহ হাতে জামায়াত-শিবিরকে কটাক্ষ করত, সবসময় তাদের পিছনে লেগে থাকত। এখন বিএনপিও একই পথে হাঁটছে। শুধু মালিকানা বদলেছে, তসবিহ ঠিকই আছে। দেশের কোথাও কিছু ঘটলে জামায়াত-শিবিরের ওপর দায় চাপানো হয়। আমরা ন্যায়ের পথে আছি বলেই আমাদের সফলতা দিন দিন বাড়ছে। খুনি হাসিনা আমাদের অভিভাবকদের ফাঁসিতে ঝুলিয়েছে, ভাইদের গুলি করে হত্যা করেছে, তবুও আমাদের দমাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে মৎস্য, খনিজ, বনজ এবং মানবসম্পদসহ কোনো সম্পদের অভাব নেই। কিন্তু দুর্নীতির কারণে আমরা পিছিয়ে আছি। আমাদের শুধু সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। আগামীতে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও কোরআনপ্রেমী নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দেশকে সঠিক পথে পরিচালিত করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।’
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘১০৪ বছরের ইতিহাসে ২৮টি পদের মধ্যে ২৩টি পদে ছাত্রশিবিরের যোগ্য নেতৃবৃন্দ বিজয় ছিনিয়ে ইতিহাস রচনা করেছে। এটি তাদের আদর্শ, সততা ও আচরণ-আচরণের মাধ্যমে সম্ভব হয়েছে। আমাদের ঈমান মজবুত বলেই তারা সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে।’
তিনি আগামী নির্বাচনকে উল্লেখ করে বলেন, ‘পিরোজপুর-১, ২, ৩ এই তিনটি আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে। মনে রাখতে হবে, আগামী সংসদ নির্বাচন আগামী মাসেই অনুষ্ঠিত হবে—এটা ভেবে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না। কেউ আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।’
পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে এবং যারা বিজয়ী হয়েছেন, তাদের ভোটের হার পর্যালোচনা করলে দেখা যায় তারা ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকি ৬৫ শতাংশ ভোটারের মতামতের প্রতিফলন ঘটেনি। অথচ ৩৫ শতাংশ ভোট নিয়েই তারা সংসদে বসে আইন পরিবর্তন ও নতুন আইন প্রণয়ন করেছেন। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে দেশ চালানো হোক। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। তারা পিআর পদ্ধতিকে ভয় পায় বলেই এ নিয়ে আগ্রহী নয়।’
সভায় শেখমাটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসুল মুফাসসিরিন বিভাগের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সোহরাব হোসাইন জুয়েল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি ও সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন কাজীসহ জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন