রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত পাঁয়তারা শাহীনকে (২৫) দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে জানতে পারেন যে পাঁয়তারা শাহীন দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দেশীয় একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাঁয়তারা শাহীনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি চলমান মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন