সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে টানা ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকেই তারা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন।
আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসামূলক মনোভাবের কারণে তাদের দাবি বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও, নয় মাস পার হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে তারা আবারও রাজপথে নেমেছেন।
শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে, আগামী রোববার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
এর আগে গত বুধবার (২৯ অক্টোবর) প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষক, যাদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন