কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আদর্শগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
আমানগন্ডা বিওপি’র ১০/বি কোম্পানির জেসিও-৬৬০৬ নায়েক সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার নং ২১০৪/৭-এস-এর জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ৯ জন পুরুষ ও ৯ জন নারীকে আটক করে।
আটককৃতরা হলেন: ১। মো. খায়রুল মৃধা (২৫), ২। মো. আব্দুর রহিম শেখ (৫৫), ৩। মো. মাইদুর রহমান (১৬), ৪। মো. রেজাউল সিকদার (২৬), ৫। মো. আকির হোসেন মৃধা (৪৫), ৬। রিয়াজ হোসেন (২৬), ৭। মো. আলমগীর দুখা (৫৪), ৮। মো. হাসান বেপারী (২৮), ৯। মো. ইমরান হোসেন (৪১), ১০। মোমেনা বেগম (৪৫), ১১। লাবনী আক্তার (১৩), ১২। নাছরিন বেগম (২৮), ১৩। নাসরিন বেগম (২২), ১৪। অন্তরা শেখ (২৮), ১৫। তানজিনা ইসলাম ওরফে সানজিদা বেগম (২০), ১৬। নাজমা খাতুন (৩০), ১৭। রিমা রহিম শেখ ওরফে রিমা বেগম (৪৮) এবং ১৮। সুখী বেগম (৩০)।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করে যে, তারা পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারত গিয়েছিল এবং গতকাল পুণরায় একইভাবে বাংলাদেশে ফেরার সময় ধরা পড়ে। তবে তারা কেউই বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।
এ ঘটনায় বাদী হিসেবে জেসিও সুবেদার গোলাম মোস্তফা চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-৪৫, তারিখ: ৩১/১০/২০২৫)। মামলাটি The Bangladesh Passport Order, 1973-এর ১১(১)(৩) ধারায় রুজু করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জের বরাতে জানা গেছে, মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই (নিরস্ত্র) মোরশেদ আলম। আটক ব্যক্তিদের শুক্রবার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন