শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৮:৩৩ পিএম

ডিসেম্বরে তফসিল, রোজার আগেই হবে নির্বাচন : ইসি আনোয়ারুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৮:৩৩ পিএম

মতবিনিময় সভায় মো. আনোয়ারুল ইসলাম। ছবি- সংগৃহীত

মতবিনিময় সভায় মো. আনোয়ারুল ইসলাম। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরে ঘোষণা করা হবে এবং নির্বাচন রোজা শুরু হওয়ার আগেই অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণভোট বা অন্যান্য প্রস্তুতি নিয়ে এখনো কমিশনের কাছে কোনো প্রস্তাব বা নির্দেশনা পৌঁছায়নি। সরকার কীভাবে নির্বাচন প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। সিদ্ধান্ত হলে তা সবাইকে জানানো হবে।’

কমিশনার আরও জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করেছে।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা আশা করি, প্রবাসী ও কারাবন্দি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য আয়োজন করা সম্ভব হবে। প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম নভেম্বর থেকে শুরু হবে। এ ছাড়া কারাবন্দি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

প্রসঙ্গত, কমিশনের আইন অনুযায়ী নির্বাচনের প্রতীক হিসেবে শাপলা, কলিসহ আরও কয়েকটি প্রতীক বরাদ্দ করা হয়েছে। যারা এখনো আন্দোলন করছেন, তাদের বিষয়টিও কমিশনের নজরে রয়েছে।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!