আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) চার দিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনায় পৌঁছাবেন। সেখানে পৌঁছে তিনি জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং রাতযাপন করবেন সার্কিট হাউজেই।
পরদিন শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি আরিফপুরে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন। এরপর তিনি পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন।
পরবর্তী দিন শনিবার (৮ নভেম্বর) রাষ্ট্রপতি পাবনায় অবস্থান করবেন এবং সার্কিট হাউজে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করবেন। ওই রাতেও তিনি সার্কিট হাউজেই থাকবেন।
সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয় ও রাষ্ট্রপতির চলাচলের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন