নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের নির্বাচনি পথসভা ও বিশাল মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ পথসভায় জনতার ঢল নেমেছে। স্থানীয়রা বলছেন, এ যাবতকালে হাতিয়ায় জামায়াতে ইসলামীর যত সভা-সমাবেশ হয়েছে এটিই সর্ববৃহৎ পথসভা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সাগরিয়া বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে এ র্যালি ও পথসভা শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেল ও পিকআপ যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ কয়েক হাজার সমর্থক অংশ নেয়। র্যালি ও পথসভার শুরুতে উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল। আসছে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই পথসভা ও র্যালিতে জনগনের ঢল নেমেছে। এতেই বুঝা যায় হাতিয়ার মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মাহফুজুল হককে এমপি নির্বাচিত করতে মুখিয়ে আছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন