ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও ব্যাটিংয়ের পুরোনো দুর্বলতার ছবি ফুটে উঠল বাংলাদেশের ইনিংসে। ওপেনার তানজিদ হাসান তামিম একাই লড়াই করলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হন। ৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রান করে আউট হওয়ায় বাংলাদেশের শেষ স্কোর দাঁড়ায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য এখন ১৫২ রান।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ একাদশে আনে চারটি বড় পরিবর্তন। তানজিদ দুইবার জীবন পান, তবে তার পার্টনার পারভেজ হোসেন ইমন মাত্র ৯ রানে আউট হন। প্রথম উইকেট পড়ে মাত্র ২২ রানে, এরপর অধিনায়ক লিটন দাসও ৬ রান করে ফিরে যান।
তৃতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ৬৩ রানের জুটি গড়ে দলের হাল ধরেন। তানজিদ ৩৬ বলে হাফসেঞ্চুরি হাঁকান এবং বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করেন।
তবে সাইফের আউটের পর দল ধসে পড়ে। ১৬তম থেকে ১৯তম ওভারের মধ্যে চার উইকেট হারায় বাংলাদেশ। রিশাদ হোসেন (৩), নুরুল হাসান সোহান (১), নাসুম আহমেদ (১) ও জাকের আলী অনিক (৫) একে একে সাজঘরে ফেরেন। শেষ ওভারের প্রথম বলেই তানজিদ বিদায় নেন, এরপর শরিফুলও আউট হন। শেষ দিকে তাসকিনের চার বলে ৯* রানের ইনিংস দলের রান ১৫১ ছাড়িয়ে দেয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন