‘বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম।
চট্টগ্রাম মহানগরের ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম-৯ আসনে অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
শামসুল আলম আরও বলেন, ‘জনগণ আজ পরিবর্তন চায়, ন্যায়ের শাসন চায়। তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সেই দাবিকে রাজনৈতিক রূপ দিতে মাঠে নেমেছি।’
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এম. এ. হানিফ, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এইচ. চৌধুরী বাবলু এবং ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফারুক, মো. ইউনুস ও মো. জাহাঙ্গীর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, আলমগীর আলী, মোবারক হোসেন, ইব্রাহিম সোহেল, জাফর, এবং ১৭, ১৮, ১৯ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রাজ, রায়হান, রিপন, মো. সোহেল, জাহাঙ্গীর, বাদল, আবুল সরদার, পলাশ, সাগর ও জাকির।
গণসংযোগে অংশ নেন আরও বহু তরুণ কর্মী মো. ইমরান, মো. রনি, কাউসার রাব্বি, তাজু, ইমনসহ অনেকে। তারা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে তারেক রহমানের ৩১ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন।
[87122
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফাই হবে আগামী বাংলাদেশের দিকনির্দেশনা।
চট্টগ্রাম-৯-এর এ গণসংযোগ কর্মসূচি স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এলাকাবাসীর অংশগ্রহণে পুরো অঞ্চলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন