মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হ্যালোইন উৎসবে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে মাতিয়ে রাখলেন উপস্থিত সবাইকে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হোয়াইট হাউসে তিনি শিশুদের জন্য চকলেট, খেলনা ও উপহার বিতরণ করেন।
উৎসবে সাধারণ দর্শক ছাড়াও সেনাবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শিশুদের জন্য ‘ট্রিক-অর-ট্রিট’ কার্যক্রমের পাশাপাশি বড় কুমড়োর ফটো জোন এবং ঐতিহ্যবাহী ও আধুনিক সংগীত পরিবেশনের আয়োজন করা হয়।
হ্যালোইন উৎসব প্রতি বছরের ৩১ অক্টোবর পালিত হয়। যদিও মূলত পশ্চিমা বিশ্বে এটি জাঁকজমকের সঙ্গে উদযাপিত হয়, বর্তমানে বিশ্বের প্রায় সব দেশে এর আয়োজন দেখা যায়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন