গাজীপুরের চতর নয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মফিজুল ইসলাম (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত একটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম দিনাজপুর জেলার সাহাডুবি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি সদর থানার চারু চত্বর এলাকার স্থানীয় আব্দুর রউফের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল যোগে সঙ্গীসহ যাচ্ছিলেন মফিজুল ইসলাম। মোটরসাইকেলটি সদর থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ চতর নয়াপাড়া বস্তির বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছলে পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাত দুর্বৃত্তরা মফিজুলকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ সময় ভিকটিমের সঙ্গে থাকা মোটরসাইকেলের অন্য আরোহীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মফিজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। এ ব্যাপারে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন