বোনের বিয়ের জন্য চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন বাজার করে ফিরার পথে সঙ্গবদ্ধ ডাকাত চক্রের শিকার হয়েছে বাঁশখালীর এক যুবক। এ ঘটনায় যুবককে মারধর করে মোবাইল নিয়ে গেলেও জনগণের হাতে ধরা পড়েছে চক্রটির এক সদস্য।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে আনোয়ারা উপজেলার শোলকাটা মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার ভুক্তভোগী যুবক জিশু কান্তি সুশীল (৩০) বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের শীল পাড়ার অজিত কান্তি শীলের ছেলে।
এ ঘটনার বিবরণে ভুক্তভোগী বলেন, মইজ্জারটেক থেকে লোকাল যাত্রীবাহী সিএনজিতে উঠে গুনাগরি যাওয়ার পথে আমার সাথে থাকা সিএনজির অন্যান্য যাত্রী এবং সিএনজি চালকের যোগসাজশে আমাকে কালাবিবির দিঘি মোড় থেকে আনোয়ারার রাস্তায় নিয়ে আসে।
এসময় তারা আমাকে ছুরি ধরে আমার কাছে থাকা মোবাইল ফোন, হাতের রুপার ব্যাচলেট এবং নগদ টাকা নিয়ে নেয়। এসময় রাস্তার আশেপাশের লোকজন বুঝতে পেরে এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। এসময় একজনকে আটক করে স্থানীয়রা।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "এ ঘটনায় স্থানীয়রা ১ জনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। উক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন