রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন–১ নির্মাণ প্রকল্পের আওতায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে এ কার্যক্রম শুরু হওয়ায় এলাকাজুড়ে যানজটের আশঙ্কা রয়েছে।
বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ গণপরিবহন ব্যবস্থায় স্থায়ী উন্নয়ন আনতে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পের কাজ চলমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিষেবা লাইন স্থানান্তরের সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি রুটে যানবাহনের চলাচলে জটিলতা দেখা দিতে পারে।
এ কারণে এই সড়কে চলাচলকারী যাত্রী ও গাড়িচালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঘর থেকে বের হওয়ার পাশাপাশি প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল। একইসঙ্গে নির্বিঘ্ন উন্নয়ন কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন