বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ১১:৩৫ এএম

রাজধানীতে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ১১:৩৫ এএম

সেনা অভিযানে কিশোর গ্যাং ‌‘পাটালি গ্রুপ’র ১০ সদস্য আটক হয়েছে। ছবি- সংগৃহিত

সেনা অভিযানে কিশোর গ্যাং ‌‘পাটালি গ্রুপ’র ১০ সদস্য আটক হয়েছে। ছবি- সংগৃহিত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সেনা সদস্যদের একটি দল এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন, শপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০), আকতার (২০) এবং গ্রুপের অন্যতম নেতা নায়েম (২২)।

সেনা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ‘পাটালি গ্রুপ’-এর সদস্যরা সম্প্রতি এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে। এরপর সেনা টহল দল দ্রুত রায়েরবাজার এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সদস্য খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যায়, তবে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘পাটালি গ্রুপ’ দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। চাঁদাবাজি, ছিনতাই ও মাদক বাণিজ্যের মাধ্যমে তারা জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। সেনা অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর সেনাবাহিনীর হটলাইনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। তিনি আরও জানান, আটক ১০ জনের মধ্যে কয়েকজন পূর্বেও একই ধরনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, পরে জামিনে মুক্তি পেয়েছিল।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপের ফলে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Link copied!