সিরাজগঞ্জে দুস্থদের জন্য সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কে কারা এ মাংস ছিনতাই করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলা সংলগ্ন মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও তাড়াশ উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক ১৬৪ প্যাকেট দুম্বার মাংস বরাদ্দ করা হয়। বুধবার বিকেলে বিতরণের খবর পেয়ে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করেন।
এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান দুই দিনের প্রশিক্ষণে থাকায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত দায়িত্ব পান। তিনি তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু ছাঈদ মল্লিককে সঙ্গে নিয়ে পুলিশ পাহাড়ায় মাংসের প্যাকেট বিতরণ করেন।
এ সময় তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদ্রাসার পক্ষে শিক্ষক মো. সুলতান এক প্যাকেট দুম্বার মাংস বুঝে নেন। মাংস নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন মসজিদের রাস্তায় ভিড়ের মধ্যে কয়েকজন মিলে তাকে আটকিয়ে মাংসের প্যাকেটটি ছিনতাই করে নিয়ে যান। তবে তিনি কাউকে চিনতে পারেননি বলে জানান।
মথুরাপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সুলতান বলেন, ‘দুস্থদের হক এভাবে মানুষ ছিনতাই করে নিয়ে যায় ভাবতেই পারিনি।’
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি তাড়াশ থানার ওসির সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন