নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপের আতঙ্ক চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম (শফিক) ওরফে শুটার শফিককে বিদেশি পিস্তলসহ ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকার মাদারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শফিকের বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় অন্তত ৬টি মামলা রয়েছে। তিনি তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকার মো. ফাইজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ঢাকার মাদারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শফিক। দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন এবং ক্ষমতার পটপরিবর্তনের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছিলেন শফিক। তার অপকর্ম আর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন গোটা এলাকাবাসী। সন্ত্রাসী শফিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয় সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন