বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:৪৪ পিএম

নারায়ণগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতার হামলায় থানার ওসির সরকারি ডাবল কেবিন পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের সঙ্গে উচিৎপুরা ও আগুয়ান্দি গ্রামের মানুষের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।

ঘটনার দিন বিকেলে মর্দাসাদি গ্রামের নোয়াব আলী, আক্তার ও জলিলসহ কয়েকজন সিএনজিচালিত অটো রিকশাযোগে উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা নুরুকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পর নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচিৎপুরা বাজারে জড়ো হন। 

উত্তেজনা বাড়তে থাকায় আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে ওসির সরকারি পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়।

থানা পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘সংঘর্ষের সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এখন এলাকা সম্পূর্ণ শান্ত রয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!