চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আসন্ন নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
আগামী শনিবার চট্টগ্রাম চেম্বারের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। সর্বশেষ ২০১৩ সালে চেম্বারে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে ব্যবসায়ীদের এই সংগঠনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।
চেম্বার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর এক ব্যবসায়ীর করা রিটের পরিপ্রেক্ষিতে দুই শ্রেণিকে বাদ রেখে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে ২২ অক্টোবর এ আদেশের বিরুদ্ধে আপিল করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই আপিলের শুনানি শেষে আদালত নির্বাচনে দুই সপ্তাহের স্থগিতাদেশ দেন।
রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলালের পক্ষে আইনজীবী নিহাদ কবির বলেন, ‘শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টে দায়ের হওয়া রিট দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের কার্যক্রম স্থগিত থাকবে।’
চট্টগ্রাম চেম্বারে ১২ জন সাধারণ শ্রেণি, ৬ জন সহযোগী শ্রেণি এবং ৩ জন করে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে পরিচালক নির্বাচিত হন। পরে পরিচালকদের মধ্য থেকেই সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত করা হয়।
চেম্বার সূত্র জানায়, তদন্তে আটটি ট্রেড ও টাউন গ্রুপ অকার্যকর প্রমাণিত হওয়ায় এসব গ্রুপের ভোটাধিকার বাতিলের দাবি তুলে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ করেন মোহাম্মদ বেলাল। পরে এ বিষয়ে তিনি হাইকোর্টে রিটও দায়ের করেন।
অকার্যকর গ্রুপগুলোর মধ্যে রয়েছে: পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী ও রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি—এই চারটি টাউন অ্যাসোসিয়েশন; এবং চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্পমালিক, টায়ার-টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইমপোর্টার্স ও মিল্ক ফুড ইমপোর্টার্স—এই চারটি ট্রেড গ্রুপ।
এদিকে নির্বাচন স্থগিতের পর চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বী প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’। পরিষদের প্যানেল লিডার এস. এম. নুরুল হক বলেন, ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আদালত অকার্যকর গ্রুপ ও অবৈধ ভোটারদের বাদ দিয়ে স্বচ্ছ নির্বাচন আয়োজনের নির্দেশ দেবেন বলে আশা করি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন