হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট বিজনা নদীর তীরে একটি আকাশি গাছে বাঁধা অবস্থায় সাহিদা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পাশের দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কাছে বিজনা নদীর তীরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গতকাল বুধবার রাত থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
সাহিদা বেগম উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের মোশাহিদ আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাহিদা বেগম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বুধবার রাতে তাকে বাড়িতে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রাতে নিখোঁজ হওয়ার পর সকালে তার মরদেহ পাওয়া যায়।’
পুলিশ জানায়, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন