‘আমার বোরকা লাগতো নায়, বাবা তুমি ফিরে আও’
মার্চ ১৭, ২০২৫, ০৭:২১ পিএম
‘আমার বোরকা লাগতো নায়, বাবা তুমি ফিরে আও, তোমারে আর কোন দিন বোরকার কথা কইতাম নায়, তুমি আইলেই অইবো।’ ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণকারী আজমত আলীর স্কুল পড়ুয়া মেয়ে নাহিদা আক্তার এভাবেই সাংবাদিকদের কাছে বর্ণনা করতে গিয়ে বাবার স্মৃতি মনে করে বারবার কাঁদছেন।৪ আগষ্ট তার...