বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জার্মানির যুবদল শাখা। সোমবার (২৭ অক্টোবর) বার্লিনের রাইনিকেনডর্ফের ভিটেনাউয়ের স্থানীয় একটি মিলনায়তনে যুবদল জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচীর শুরুতে যুবনেতা আবু তাহেরের কোরআন তেলওয়াত, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের পর জার্মান যুবদল নেতা আব্দুল আব্দুল হান্নান রুহেলের সভাপতিত্বে ও সোহেল চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান।
সভায় প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন যুবদল নেতা সোহাগ আলী, আরিফুর রহমান, শাহীন আফিন্দী, তারেক রহমান, একরাম হোসেন, হাসিব উদ্দিন, মো. জামান হোসেন, মো. লিটন প্রিন্স, এম মের্শেদ খান, মোকিত আহমেদ ফাহিম ও মো. মমিনসহ আরো অনেকে।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জার্মান বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রউফ মাস্টার, কাজী রেজাউল হক সাঈদ, গিয়াসউদ্দিন, আবু হানিফ, বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম সিকদার, সিনিয়র নেতা মোসলেহ উদ্দিন, নিজাম দোকানদার, সাঈদুর রহমান সাঈদ, সাইফুল মজুমদার, নূর চৌধুরী জিয়া, আনহার মিয়া, স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার আহবায়ক মোহাম্মদ সুহেব আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, রফিকুল ইসলাম রাফি, জাকের হোসেন, সাগর আহমেদ, নাঈম উদ্দিন বাহারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের আদর্শকে বুকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে জার্মান বিএনপি এবং জার্মান যুবদলের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার পাশাপাশি দেশ ও দেশের মানুষের যেকোন সংকটে জার্মান যুবদল অগ্রণী ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যাক্ত করেন। এছাড়া পতিত সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে রক্ষারও আহবান জানান বক্তারা।
সভাশেষে বেশ আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে তা সবার মাঝে বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন