দৈনিক রূপালী বাংলাদেশের কার্যালয় পরিদর্শন করেছেন ইউরোপীয় ব্যবসায়ী প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিনিধি দলটি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন ভেনিস শহরের বিশিষ্ট ট্যুরিজম ব্যবসায়ী জেনল্লা ফিওরেজ্জা, সুইজারল্যান্ডে শাহরিয়ার চৌধুরী শাহীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এ সময় তারা রূপালী বাংলাদেশের বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং সেকশন প্রধানদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। রূপালী বাংলাদেশের পক্ষে তাদের ফুলেল শুভেচ্ছা জানান ভাইয়া গ্রুপের পরিচালক মোহাম্মদ ছাইদুজ্জামান ও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি রূপালী বাংলাদেশের প্রশংসা করে বলে, ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে পত্রিকাটি প্রকাশ হওয়ার এক বছরের মাথায় গণমানুষের কাগজ হিসেবে আস্থা অর্জন করেছে। প্রথম থেকেই এ পত্রিকাটি গণমানুষের কথা বলে আসছে। সমাজের অসঙ্গতি এবং বৈষম্য তুলে ধরার ক্ষেত্রেও ভূমিকা অনন্য। পত্রিকাটি দলমত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে।
পত্রিকাটি সত্য তুলে ধরতে অপসহীন অবস্থান ধরে রেখেছে উল্লেখ করে তারা বলেন, কাগজটি যেমন সমাজের নানা অসঙ্গতি নির্দ্বিধায় তুলে ধরেছে। তেমনি সম্ভাবনার কথাও বলেছে। খবরের পেছনের খবরও যেমন দিতে চেস্টা করে, তেমনি শহর থেকে গ্রাম—সব জায়গার খবরও পত্রিকাটি তুলে ধরার চেষ্টা করে।
এ সময় তারা প্রত্যাশা করেন, পত্রিকাটি সৎ, সাহসী এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সত্যকে দৃঢ়ভাবে প্রকাশ করবে। দেশের কথা, দেশের মানুষের কথা বলবে। এ সময় তারা পত্রিকাটির সাফল্য কামনা করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন