বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৩:০১ পিএম

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৩:০১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউসার খানকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

নিজ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টা ধর্মপাশা পূর্ব বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে অন্যান্য ছাত্রছাত্রীর সাথে ওই ছাত্রীও প্রাইভেট পড়ে। প্রাইভেট ছুটির পর অন্য ছাত্রছাত্রীরা চলে গেলে তাকে বসতে বলা হয়। পরে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাওছার খান সুযোগ নেয় ছাত্রীর শ্লীলতাহানির। মেয়েটি ভয়ে, চিৎকার করে কান্নাকাটি করে বাড়ি গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে শিক্ষক কাওছার খান।

কিন্তু এলাকাতে মানুষের ক্ষোভ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকার মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ করে এবং ওই শিক্ষককে আইনের আওতায় এনে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বুধবার সন্ধ্যায় এলাকার মানুষ মিছিল করে।
 
ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু দমন নির্যাতন আইনে বুধবার সন্ধ্যায় শিক্ষক কাওছার খানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তাকে বুধবার রাত সাড়ে ১১টার সময় ধর্মপাশা পূর্ব বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রচলিত আইনে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!