জামালপুরে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাহানারা বেগম ওই এলাকার মৃত আয়নাল হকের স্ত্রী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই ঘরে একা বসবাস করতেন।
স্থানীয়রা জানান, জাহানারা বেগমের স্বামী ছয় বছর আগে মারা যান। তার তিন মেয়ের বিয়ে হয়ে গেছে এবং সবাই স্বামীর বাড়িতে বসবাস করেন। একমাত্র ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন।
তারা আরও জানান, বৃহস্পতিবার সকাল গড়িয়ে দুপুর হলেও জাহানারা বেগমের কোনো সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীরা টিনের ঘরের ফাঁক দিয়ে উঁকি দেন। এ সময় তারা বৃদ্ধাকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনসহ পুলিশের বিভিন্ন ইউনিট।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ‘ঘরের ভেতর বৃদ্ধার মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251030213733.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন