আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল এ কার্যক্রম পরিচালনা করছেন।
এদিন প্রথমে সাক্ষ্য দেন সানি মৃধা। তিনি আদালতে বলেন, জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় তার পায়ে পাঁচটি গুলি লেগেছিল। তিনি ওই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) মামলার ২০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। এরপর আদালত বৃহস্পতিবারের দিনটি পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করেন। এরও আগে, ২১ অক্টোবর সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। তাদেরও রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। এখন পর্যন্ত আলোচিত এ মামলায় মোট ২১ জন সাক্ষ্য দিয়েছেন।
গত বছর ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। পরবর্তীতে অভিযোগ ওঠে, নিহতদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আটজন আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার সকালে আসামির উপস্থিতিতে আদালত এ আদেশ দেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন