রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষকে। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।
শুক্রবার (৩১ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপি
গণতন্ত্র মঞ্চের শীর্ষ সংগঠন জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সন্ধ্যা ৬টায় বসুন্ধরা স্পোর্টস এরিনায় ‘আবু সাঈদ-মীর মুগ্ধা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’ শুরু হবে। এতেও প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব।
 
বিকেল ৩টায় কেরানিগঞ্জ জিনজিরা ঈদগাহ মাঠে ঢাকা জেলা দক্ষিণ কেরানিগঞ্জ থানা যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
 
বেলা ১১ টা জাতীয় প্রেসক্লাব সামনে প্রতিবাদ সভা রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
 
বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যুবদলের শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
 
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলন।
 
বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স
বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, ঢাকা। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সদস্যদের পরিবারকে সম্প্রতি নারায়ণগঞ্জ কোর্ট চত্বরে সংগঠিত মব হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করবে বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স।
 
সিপিবি
বিকেল সাড়ে ৩টায় মিরপুর ১০ নম্বরের গোল চত্বরে সিপিবি ঢাকা মহানগর উত্তরের জনসভা অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন সিপিবির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। বক্তা থাকবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন