সুনামগঞ্জের ছাতক সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, উচ্চ ক্ষমতাসম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন-৪৮।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ৪৮ বিজিবির একটি বিশেষ টহলদল বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল এলাকাটি তল্লাশি চালিয়ে ৩১ অক্টোবর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ছনবাড়ী বাজার সংলগ্ন বালুর স্তুপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলভার, ২৫০ গ্রাম বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করে।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অস্ত্র-পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযানে অবৈধ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সম্ভব হয়েছে।”
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন