গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ গলিতে প্রকাশ্যে এক স্বর্ণের দোকানের তালা কেটে মালামাল লুটের অভিযোগ উঠেছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
ফুটেজে দেখা যায়, গত ২৯ অক্টোবর সকাল ১০টা ২৪ মিনিটে এক নারী দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর কয়েকজন যুবক দোকানের সাইনবোর্ড নামিয়ে গ্রাইন্ডিং মেশিন দিয়ে তালা কাটতে শুরু করেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে তিনটি তালা কেটে ফেলা হয়।
এরপর ওই নারী ও তার সহযোগীরা দোকানের শাটার তুলে ভেতরের স্বর্ণালংকার, সিন্দুক ও নগদ টাকা বাইরে আনেন। প্রায় ৫০ মিনিট ধরে চলে পুরো লুটের কাজ। শেষে দোকানের সামনে ‘সুব্রত চন্দ্র দাস’ নামের একটি ব্যানার টানানো হয়।
রিতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ দাস বলেন, ‘আমি আদালতে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি দোকানের সব শেষ—১১২ ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট হয়ে গেছে। সুব্রত দাস পায়েল সরকারকে দিয়ে পরিকল্পিতভাবে এই লুটের ঘটনা ঘটিয়েছে।’
স্থানীয় হেলাল উদ্দিন জানান, জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযুক্ত সুব্রত চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন