শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


খুলনা ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১২:২২ এএম

খুলনার নতুন কারাগার চালু হচ্ছে আজ

খুলনা ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১২:২২ এএম

খুলনার নতুন কারাগার  চালু হচ্ছে আজ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ শনিবার থেকে খুলনার নতুন কারাগার চালু হচ্ছে। কারাগারের ভবন নির্মাণকাজ শেষ হয়েছিল বেশ কয়েক বছর আগেই। তবে নির্মাণ ত্রুটি ও মাটি ভরাটের কাজ অসমাপ্ত থাকায় বারবার পিছিয়ে যায় উদ্বোধনের তারিখ। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে আজ উদ্বোধন হচ্ছে কারাগারটি।
সরেজমিন দেখা গেছে, কারাগার এলাকায় মাটি সমান করার কাজ চলছে দ্রুতগতিতে। স্কেভেটর দিয়ে মাটি সমান করা, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কাজ চলছে জোরেশোরে। কারা ফটক, প্রশাসনিক ভবন ও টাওয়ারে দায়িত্ব পালন শুরু করেছেন কারারক্ষীরা।
খুলনা জেলা কারাগারের জেলার মোহাম্মদ মুনীর হুসাইন জানান, জনবল সংকটের কারণে আপাতত সীমিত পরিসরে নতুন কারাগার চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে ১০০ জন বন্দি স্থানান্তর করা হবে, পরে ধীরে ধীরে আরও বন্দি নেওয়া হবে।
তিনি আরও বলেন, নতুন কারাগার চালু হলেও পুরাতন কারাগারও বহাল থাকবে। সরকার নীতিগতভাবে খুলনায় দুটি কারাগার চালুর সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বর্তমান কারাগারের কর্মকর্তারাই দুটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, খুলনা সিটি বাইপাস সড়কের পাশে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয় ২০১১ সালে। দীর্ঘ ১৪ বছরে আট দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় এবং দুই দফা সংশোধনের পর মোট ব্যয় দাঁড়ায় ২৮৮ কোটি টাকা।
মাস্টারপ্ল্যান অনুযায়ী, নতুন এই কারাগারে মোট ৪ হাজার বন্দি ধারণক্ষমতা থাকলেও আপাতত দুই হাজার বন্দির জন্য অবকাঠামো নির্মিত হয়েছে। পরবর্তীতে পৃথক প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
কারা সূত্র জানায়, নতুন কারাগারে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের সুযোগসহ বন্দিদের জন্য থাকবে সব ধরনের আধুনিক সুবিধা।

রূপালী বাংলাদেশ

Link copied!