ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চোখে টর্চ লাইট মারা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার পশ্চিম সোহাগী পাড়া গ্রামে এঘটনা ঘটে। আটককৃতরা হলেন মুদি দোকানদার মানিক, সাকিব এবং আশরাফ। তারা সবাই একই এলাকার বাসিন্দা। নিহত এরশাদ আলী পশ্চিম সোহাগী পাড়া গ্রামের বাসিন্দা মৃত হাছেন আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামে মানিকের মুদির দোকানে সিগারেট কিনতে যান নিহত এরশাদ আলী। এ সময় তার চোখে টর্চ লাইট দিয়ে ডিস্টার্ব করেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এরশাদ আলী বাড়িতে চলে যান।
এদিকে কথা কাটাকাটির জের ধরে এরশাদ আলীর প্রতি ক্ষোভ পোষণ করে সাকিব তার মাদক কারবারি পার্টনার শাহজাহানসহ বেশ কয়েকজনকে নিয়ে দল গঠন করেন। পরে ভোরে এরশাদ আলীকে ফোন করে ডেকে এনে মারামারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনার এক পর্যায়ে এরশাদ আলীকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আহত এরশাদ আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন