কুষ্টিয়ায় তিনটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকায় অবস্থিত মাহতাব প্লাজায় এ ঘটনা ঘটে।
সকালে দোকান মালিকরা দোকান খুলতে এসে শাটার উঁচু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের বাথরুমের দরজার নিচ দিয়ে সকাল পৌনে আটটার দিকে মুখ বাঁধা অবস্থায় দুই যুবক ভেতরে প্রবেশ করেন। এরপর তারা সমির চেইন হাউস, ব্রাদার্স জুয়েলার্স ও সরকার জুয়েলার্সের শাটার ফাঁকা করে দোকানের ভেতরে থাকা স্বর্ণ ও রুপার গহনা নিয়ে একই পথ দিয়ে বাইরে বেরিয়ে যান। এ ঘটনায় তিন ব্যবসায়ীর ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
পুলিশ বলছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
কুষ্টিয়া মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন