যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছেন জনতা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনার সময় ঢাকার শিশু মেলা থেকে জনতা তাকে আটক করে। গত বছরের ৫ আগস্টের পর থেকে শাহারুল আত্মগোপনে থেকে আওয়ামী লীগের পক্ষে নানা কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক জানান, স্থানীয় জনতা যশোরের আওয়ামী লীগ নেতা ঢাকার শিশু মেলায় ঘুরতে দেখেন। এসময় তাকে আটক করে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব জানান, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ঢাকায় আটক হয়েছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, আত্মগোপনে থেকে শাহারুল ইসলাম প্রায় ফেসবুক লাইভে যুক্ত হয়ে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। বুধবার (২৯ অক্টোবর) যশোর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার করতে গিয়ে দুইজন আটক হন। এ ঘটনায় শাহারুল ইসলামসহ ১০ জনের নামে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031190935.webp) 
        
        
        
       -20251031183405.webp) 
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন