ভৈরবকে জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছেন সর্বস্তরের জনগণ।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর দুর্জয় মোড়সংলগ্ন পৌর বাস টার্মিনালের সামনে এ নামাজ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের এক পাশ বন্ধ রেখে নামাজ আদায় করায় অন্য পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে ঢাকাগামী সব ধরনের যানচলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল। এতে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়ে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য বিপুলপরিমাণ পুলিশি সেখানে উপস্থধিত ছিল।
নফল নামাজের ইমামতি করেন মেহের চাঁন জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ইমাম মাওলানা আবু তালহা এবং নামাজ শেষে দোয়া পড়ান মুফতি মনিরুল ইসলাম চৌধুরী।
ভৈরব জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার, জাহিদুল ইসলাম ও মহিউদ্দিন জানান, ভৈরব জেলা বাস্তবায়ন আল্লাহ পাক যেন কবুল করেন সেজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে জুমার নামাজের পর দুর্জয় মোড়ে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। ভৈরব জেলা বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আরও বলেন, ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো জেলা বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়ন পদক্ষেপ না নেয় তাহলে সামনে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার (৩১ অক্টোবর) পঞ্চম দিনের মতো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত রোববার ঢাকা-সিলেট, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করা হয়। এ সময় ৩ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে ট্রেন ও লঞ্চ টার্মিনালেও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন