সিরাজগঞ্জ সদর উপজেলায় চুরি করতে গিয়ে পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যার বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান। নিহত ৬০ বছর বয়সি সানোয়ার হোসেন সানু বহুলী ইউপির আলমপুর বাজার এলাকার বাদুল্লা মিয়ার ছেলে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি মোখলেছুর রহমান বলেন, ‘শুক্রবার ভোর ৩টা থেকে ৫টার মধ্যে সানোয়ার রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে গরু অথবা অটোরিকশার ব্যাটারি চুরি করতে যান। এ সময় বাড়ির লোকজন টের পেলে পালাতে গিয়ে ফুলজোড় নদীতে ঝাঁপ দেন তিনি। পরে নদী সাঁতরে চকমোক্তারগাতি এলাকায় যান। সেখানে একটি ধানখেতের মধ্যে স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
সানোয়ারের বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় দুটি ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন