শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১২:৪০ পিএম

বুটেক্সের চার আবাসিক হলে নতুন প্রভোস্ট নিযুক্ত

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১২:৪০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ আজিজ হল, জি.এম.এ.জি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হলে প্রভোস্টদের মেয়াদ পূর্তি এবং বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে প্রভোস্টের অব্যাহতির কারণে এ দায়িত্ব প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ অনুযায়ী, শহীদ আজিজ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব। জি.এম.এ.জি ওসমানী হলের প্রভোস্ট হয়েছেন টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলারা হোসেন।

এছাড়া, সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঐ হলের সহকারী প্রভোস্ট মো. মোতাকাব্বির হাসান।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, “শহীদ আজিজ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য একটি গর্ব ও অত্যন্ত আনন্দের মুহূর্ত। এই হলের সাথেই জড়িয়ে আছে আমার ছাত্রজীবনের অগণিত স্মৃতি, স্বপ্ন এবং আত্মগঠনের অমূল্য অধ্যায়। একসময় আমি এই হলের আবাসিক শিক্ষার্থী ছিলাম আর আজ একই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ যেন সেই অতীতের সঙ্গে এক নতুন বন্ধন সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা শহীদ আজিজ হলকে একটি উত্তম ও আদর্শ আবাসিক হল হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো ইনশাআল্লাহ।”

অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, “জি.এম.এ.জি ওসমানী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।

দায়িত্ব পালনে সর্বদা আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাই; জিএমএজি ওসমানী হলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে হলের সার্বিক শৃঙ্খলা রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার চেষ্টা করব।”

তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও ইতিবাচক আবাসিক পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।”

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. দিলারা হোসেন বলেন, “আমি প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই কৃতজ্ঞ ও বিনম্র বোধ করছি। আগামীর পথচলা নিয়ে আমি উচ্ছ্বসিত এবং যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিষ্ঠা ও সততার সঙ্গে এই দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সহকারী অধ্যাপক মো. মোতাকাব্বির হাসান বলেন, “আলহামদুলিল্লাহ। সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়াটা আমার জন্য এক বড় সম্মান ও গর্বের বিষয়। এটি কেবল একটি পদ নয়, বরং আমাদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার এক সুবর্ণ সুযোগ। আমি সবার সহযোগিতায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।”

নতুনভাবে নিয়োগপ্রাপ্ত প্রভোস্টগণ আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন এবং আগামী দুই বছরের জন্য অর্পিত দায়িত্ব পালন করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!