রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রুয়া সভাপতি ও রাবি সিনেট সদস্য রফিকুল ইসলাম খান।
রাবি এলামনাই এসোসিয়েশনের সেক্রেটারি ও রাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন এসোসিয়েশনের সহ-সভাপতি ড. মু. কেরামত আলী। আরও বক্তব্য প্রদান করেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ অধ্যাপক শকিলুর রহমান শাহীন।
কার্যনির্বাহী কমিটির সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন বিভাগীয় কমিটি ও উপকমিটি গঠনসহ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে নভেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাবিতে ই-কার সেবা চালু করা, দ্রুত সময়ের মধ্যে এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠিত হয়।
রাবি এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, প্রফেসর নজরুল ইসলাম ও প্রফেসর কোরবান আলিকে মনোনয়ন দেওয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, ডাইনিং ও আবাসন সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন