রাকসু নির্বাচনে অভিনব পদ্ধতিতে প্রচারণা প্রার্থীদের
সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:৩১ পিএম
আকাশে হালকা মেঘ, গুমুট আবহাওয়া। এমন এক সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে হঠাৎ ভেসে এলো জনপ্রিয় গান, ‘আতর গোলাপ শুয়া চন্দন, সাজাইলাম ফুল-বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না’। কিছুটা এগিয়ে দেখা গেল, গান গাইছেন কাজী শফিউল কালাম ও তার বন্ধুরা। পরিচিত নাম ‘কেএসকে হৃদয়’। তিনি রাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে...