মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো শিবচর।
বুধবার (৫ নভেম্বর) সকালে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন।
সকাল থেকেই শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে ৭১ সড়কে এসে অবস্থান নেন। তারা ‘কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না, মানব না’, ‘অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’—এসব স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
নেতাকর্মীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা। তার মনোনয়ন বাতিল একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা জানান, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল না করা হয়, তবে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
শিবচর থানা বিএনপির আহ্বায়ক বলেন, ‘আমরা তারেক জিয়ার সিদ্ধান্তে পূর্ণ বিশ্বাস রাখি। কিছু কুচক্রী মহল আওয়ামী লীগের দোসর হয়ে বিএনপির ভেতরে নীলনকশা সাজাচ্ছে। আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলনে ছিলাম, আছি এবং থাকব। তারেক জিয়ার বিএনপি রাজপথে জন্ম নিয়েছে, রাজপথেই টিকে থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা কামাল জামান মোল্লার পাশে আছি এবং শিবচরের মানুষ তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাকবে।’

-20251105181846.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন