ঠাকুরগাঁওয়ের ৪নং বড়গাঁও ইউনিয়নের ৪৪ নং জালালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সেনের বিরুদ্ধে সরকারি টিন বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিছু টিন আনা হয়। তবে সেই টিনের কিছু অংশ নষ্ট বা অকার্যকর হয়ে গেলে প্রধান শিক্ষক তা বিক্রি করেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সেন বলেন, ‘এটি খুবই সামান্য বিষয়’—এমন মন্তব্য করে তিনি বিস্তারিত বক্তব্য দিতে অস্বীকার করেন।
এ বিষয়ে বিদ্যালয় পরিদর্শক (এটিও) জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-20251105200147.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন